গোপালগঞ্জের সদর উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় এক পথচারীর প্রাণ গেছে। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার কংশুর বাসস্ট্যান্ডের পাশে গোপালগঞ্জ-টেকেরহাট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে বৌলতলী পুলিশ ফাঁড়ির এসআই এমানুর রহমান জানিয়েছেন। নিহত ৬০ বছর বয়সী পরেশ বালা গোপালগঞ্জ সদর উপজেলার আড়ুয়া কংশুর গ্রামের রূপচাঁদ বালার ছেলে। এসআই এমানুর বলেন, “চালক বেপরোয়া গতিতে পিকআপ ভ্যান চালিয়ে যাচ্ছিল। অন্যদিকে পরেশ বালা জমিতে কাজ শেষে...