ভারতের জনপ্রিয় পাঞ্জাবি অভিনেতা ও পেশাদার বডিবিল্ডার ভারিন্দর সিং ঘুমান মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪২ বছর। বলিউড সুপারস্টার সালমান খানের 'টাইগার ৩' সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) হৃদরোগে আক্রান্ত হয়ে সন্ধ্যায় পাঞ্জাবের অমৃতসরের ফোর্টিস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ভারিন্দর সিংয়ের মৃত্যুর খবর প্রথম নিশ্চিত করেন পাঞ্জাবের সাবেক উপমুখ্যমন্ত্রী ও বর্তমান পার্লামেন্ট সদস্য সুখজিন্দর সিং রণধাওয়া। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এই খবর জানান। পরে শুক্রবার এনডিটিভির এক প্রতিবেদনে বিষয়টি বিস্তারিত প্রকাশ করা হয়। ভারিন্দর সিং ঘুমান কেবল অভিনেতাই ছিলেন না, তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন বডিবিল্ডারও। ২০০৯ সালে ‘মিস্টার ইন্ডিয়া’ খেতাব জেতেন তিনি।...