২০০৮ সালে প্রতিষ্ঠিত রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শুরু থেকেই ছাত্রসংসদের নামে আদায় হয়ে আসছিল ফি। ছাত্ররা বিভিন্ন সময়ে সংসদের দাবি তুললেও প্রশাসনিক দায়িত্বে থাকা আওয়ামীপন্থী শিক্ষক, তৎকালীন ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ছাত্রলীগের একচ্ছত্র আধিপত্যের কাছে টেকেনি এ দাবি, আদায় করতে পারেনি নিজেদের অধিকার। তবে গতবছর ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকারের পরিবর্তন ও বেরোবি প্রশাসনের ভিত্তি ভেঙে গেলে সে বছরের ৮ আগস্ট থেকে পুনরায় দাবি ওঠে ছাত্রসংসদ প্রতিষ্ঠার। বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনের নেতাকর্মী, ছাত্রদল, বামসংগঠনসমুহ, ছাত্রশিবির ও সাধারণ শিক্ষার্থীরা বারবার বিভিন্নভাবে ছাত্রসংসদ প্রতিষ্ঠার জন্য জোড় দাবি জানাতে থাকে। ১৮ সেপ্টেম্বর উপাচার্য হিসেবে নিযুক্ত হওয়ার পরে পরেই বিশ্ববিদ্যালয়ে ছাত্রসংসদ প্রতিষ্ঠার লক্ষে নির্বাচন দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ঘোষণা দেন ৬ষ্ঠ উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তবে বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত সেভাবে দাঁড়ায়নি নির্বাচন কাঠামো। অনুসন্ধানে...