দেশজুড়ে টানা বৃষ্টিপাতের কারণে উৎপাদন ও সরবরাহ ব্যাহত হওয়ায় সবজির দাম বেড়েছে। বিক্রেতারা জানিয়েছেন, প্রায় সব সবজির দাম প্রতি কেজিতে গত সপ্তাহের তুলনায় ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। মাছ, মুরগি ও ডিমের বাজারেও সুখবর নেই। সবকিছুর দাম বাড়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর নিউ মার্কেট ও রায়েরবাজারসহ গুরুত্বপূর্ণ বাজারগুলো ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এখন বাজারে ৬০ টাকার নিচে কোনো সবজি নেই। এ সপ্তাহে দেশি শশা ৮০ টাকা, বেগুন ১০০ থেকে ১২০ টাকা, করলা ৮০ টাকা, আমদানি করা গাজর ১১০ টাকা, চিচিঙ্গা ৮০ টাকা, বরবটি ৯০ থেকে ১০০ টাকা, ঢেঁড়স ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা, কাঁচা পেঁপে ৩০ টাকা, পটল ৭০ টাকা, কাকরোল ৮০ টাকা, কচুরমুখী ৬০ টাকা, মুলা ৮০ টাকা, টমেটো ১২০ টাকা,...