বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘কিছু দল অমুক মার্কা না হলে হুমকি দিচ্ছে। বলছে, ধানের শীষও বাতিল করতে হবে। আমরা তো বলি নাই তোমাদের মার্কা দেওয়া হবে না। ধানের শীষ অপ্রতিরোধ্য।’ আজ শুক্রবার সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউে নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদের ৩৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে স্মরণ সভার এসব কথা বলেন তিনি। শহীদ জেহাদ স্মৃতি পরিষদ এই স্মরণসভার আয়োজন করে। সভায় মির্জা ফখরুল বলেন, ‘হাসিনাকে হাসিনা বললে সম্মান দেওয়া হয়ে যাবে। দানব হাসিনা বিচার নির্বাচন সবকিছুকে তছনছ করেছে। অবশেষে মনস্টার হাসিনার হাত থেকে দেশের মানুষ ১৬ বছর লড়াই করে মুক্তি পেয়েছে।’ বিএনপি মহাসচিব বলেন, ‘যতই সংস্কার করি, সুষ্ঠু নির্বাচন ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার হবে না। বিএনপি সংবাদমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে।’ তিনি বলেন, ‘শেখ হাসিনা এমনি এমনি পালায়নি,...