ব্রাজিলের মাটিতে অনুষ্ঠিত সর্বশেষ ২০১৪ ফিফা বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল আলজেরিয়া। দীর্ঘ প্রায় এক যুগ পর আবারো বিশ্বকাপের মঞ্চে দেখা যাবে আফ্রিকান এই দেশটিকে। আর এতে ৪৮ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে নিশ্চিত হলো প্রথম ২০ দলের অংশগ্রহণ। গতকাল বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে মিলউদ হাফেদি স্টেডিয়ামে বাছাইপর্বের ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়েছে দ্য ডেজার্ট ফক্সরা। বিশ্বকাপ বাছাইপর্বের ‘জি’ গ্রুপের ম্যাচে সোমালিয়াকে হারিয়ে আগামী বছর অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে ২০তম দল হিসেবে খেলার যোগ্যতা অর্জন করেছে আলজেরিয়া। আর এতে সব মিলিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপে খেলতে যাচ্ছে আফ্রিকার দেশটি। আসন্ন বিশ্বকাপের ২০তম দল হিসেবে যোগ্যতা সূচক টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া। এর আগে ১৯৮২, ১৯৮৬, ২০১০ এবং ২০১৪ সালের বিশ্বকাপ খেলেছে তারা। বিশ্বকাপের সর্বশেষ আসরে শেষ ষোলোতে খেলেছিল তারা। উল্লেখ্য, আগামী বছরের ১১...