এরশাদও কিন্তু স্বৈরাচার ছিলেন, তারও কিন্তু পতন হয়েছে : টুকু NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। টাঙ্গাইল:বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিদেশে গণ-অভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এরকম নজির নেই। বাংলাদেশে চারদিন কোথাও পুলিশ ছিল না। তারা দলের হয়ে কাজ করেছে। আমাদের অসংখ্য নেতা-কর্মীদের গুম-হত্যা ও নির্যাতন করেছে।শুক্রবার (১০ অক্টোবর) সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।তিনি আরও বলেন, এ কারণে নিজের অপরাধবোধ থেকে একদিনে সব পালিয়ে গেছে। এরশাদও কিন্তু স্বৈরাচার ছিলেন। তারও কিন্তু পতন হয়েছে। সমগ্র বাংলাদেশ থেকে এক বারে এরশাদের লোকজন উধাও হয়ে যায়নি।এই বাংলাদেশে...