যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের ডুলুথ সিটি কাউন্সিলের পোস্ট–১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশি-আমেরিকান তরুণ সমাজসেবক শাফায়েত আহমেদ। দীর্ঘদিন জর্জিয়ায় বসবাস করা শাফায়েত গত চার বছর ধরে ডুলুথ শহরের বাসিন্দা। শাফায়েত আহমেদ নির্বাচিত হলে শিক্ষা, বাড়ির মালিকানা এবং জননিরাপত্তা জোরদার করার পাশাপাশি ডুলুথকে অতিথিপরায়ণ শহর হিসেবে পরিচিত রাখার অঙ্গীকার করেছেন। তিনি বলেন, আমি চাই ডুলুথকে প্রতিবেশী শহর সুয়ানি ও জনস ক্রিকের সমান বা তার চেয়েও এগিয়ে নিতে—বিশেষ করে স্কুলের ফলাফল ও বাড়ির মালিকানার ক্ষেত্রে। আমি বিশ্বাস করি, আমরা তা করতে পারব। শাফায়েত শিক্ষাক্ষেত্রে বড় ভূমিকা রাখতে চান। তিনি গুইনেট কাউন্টি শিক্ষাবোর্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে স্কুল নিরাপত্তা, স্কুলপরে কার্যক্রম সম্প্রসারণ, স্থানীয় ব্যবসার সঙ্গে অংশীদারিত্ব এবং পাঠাগার ও বিনোদন কেন্দ্রসহ শিক্ষাসংশ্লিষ্ট অবকাঠামোতে বিনিয়োগের পরিকল্পনা করছেন। তার লক্ষ্য হলো—প্রতিটি শিক্ষার্থীকে এমন সুযোগ...