নারী ওয়ানডে বিশ্বকাপের উত্তেজনাপূর্ণ ম্যাচে এক অনন্য রেকর্ড গড়েও জয়ের হাসি উপভোগ করতে পারেননি ভারতের রিচা ঘোষ। অন্যদিকে, দক্ষিণ আফ্রিকার নাদিনে ডি ক্লার্ক একই পজিশনে নেমে দুর্দান্ত ইনিংস খেলে দলকে জয় এনে দিয়েছেন। বৃহস্পতিবার বিশাখাপত্নমে অনুষ্ঠিত ম্যাচটি যেন দুই ৮ নম্বর ব্যাটারের অসাধারণ লড়াইয়ের এক রোমাঞ্চকর কাহিনি হয়ে রইল। টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করলেও ভারতের ব্যাটিং লাইনআপ দ্রুত ধসে পড়ে। ১০২ রানে ৬ উইকেট হারানোর পর যখন ইনিংস বিপর্যয়ের মুখে, তখন রিচা ঘোষ ব্যাট হাতে রক্ষা করেন দলকে। ৭৭ বলে ১১ চার ও ৪ ছক্কার ঝলকে ৯৪ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতকে পৌঁছে দেন ২৫১ রানে। তার সঙ্গে স্নেহ রানার ৩৩ রানের ইনিংসও গুরুত্বপূর্ণ ছিল। রিচার এই ইনিংস নারী ওয়ানডে ইতিহাসে এক বিশেষ জায়গা করে নিয়েছে।...