রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আজ শুক্রবার বৃষ্টি হয়েছে। রাজধানীতে দুপুর পৌনে ১২টার দিকে বৃষ্টি শুরু হয়। বেলা পৌনে একটায় এ প্রতিবেদন লেখার সময়ও বৃষ্টি চলছিল। আবহাওয়া অধিদপ্তর সূত্র বলছে, আজ রাজধানীতে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের হাওর অঞ্চলের বিভিন্ন স্থান, উত্তরবঙ্গেও আজ বৃষ্টি হচ্ছে। মৌসুমি বায়ুর প্রভাবেই এ বৃষ্টি বলে জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আগামী দুই–এক দিনের মধ্যে বৃষ্টি কমে আসতে পারে বলে জানিয়েছেন তাঁরা। আজ সকাল থেকেই রাজধানীর আকাশ পরিষ্কার ছিল। রোদ উঠেছিল। টানা দুই দিন বিভিন্ন সময়ে রাজধানীতে বৃষ্টি হয়েছে। ছুটির দিনটি তাই বৃষ্টিমুক্ত থাকতে পারে বলেই মনে করা হয়েছিল। তবে বেলা ১১টার পর থেকে আকাশ মেঘলা হতে শুরু করে।কোনো কোনো এলাকায় বৃষ্টি শুরু হয়। আবহাওয়া অধিদপ্তর সূত্র জানায়, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীতে মাত্র এক মিলিমিটার...