বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের অধীনে সম্প্রতি সংশোধিত সন্ত্রাসবিরোধী আইন ব্যবহার করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সমর্থক ও সমালোচকদের গ্রেপ্তার করা হচ্ছে—এমন অভিযোগ তুলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলছে, এই আইনের অপব্যবহার মানবাধিকার লঙ্ঘনের নতুন দৃষ্টান্ত স্থাপন করছে এবং জাতিসংঘের মানবাধিকার দপ্তরকে তাৎক্ষণিক হস্তক্ষেপ করতে হবে।বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত এক প্রতিবেদনে এইচআরডব্লিউ জানায়, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বিরোধী মত দমন ও নির্বিচারে গ্রেপ্তারের ঘটনা বেড়েছে। সংস্থাটির মতে, সরকারের উচিত এই আইনের আওতায় আটক সকল রাজনৈতিক কর্মীকে মুক্তি দেওয়া এবং কেবল প্রকৃত সহিংসতার ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনা।প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে টানা তিন সপ্তাহের সহিংস আন্দোলনের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে, যেখানে অন্তত ১ হাজার ৪০০ জন নিহত হয়। এরপর গঠিত অন্তর্বর্তী সরকার ২০২৫ সালের...