আজ শুক্রবার (১০ অক্টোবর) শান্তি নোবেল পুরস্কার ঘোষণা করা হবে। দীর্ঘদিন ধরেই এ পুরস্কার পাওয়ার আগ্রহ দেখাচ্ছেন ট্রাম্প। আর নোবেল পুরস্কার ঘোষণার আগে তিনি আবারও মনে করিয়ে দিয়েছেন, বিশ্বব্যাপী তিনি ৮টি যুদ্ধ বন্ধ করেছেন। এ কারণে তার নোবেল পাওয়া উচিত। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা কোনো কিছু না করেই নোবেল পেয়েছেন, সেখানে এত কিছু করে তার নোবেল পাওয়া উচিত বলে ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, “ওবামা নোবেল পেয়েছে কিছু না করে। ওবামা (নোবেল) পুরস্কার পেয়েছে, সে জানেও না কেন তাকে পুরস্কারের জন্য নির্বাচিত করা হয়েছে। ওবামা আমাদের দেশ ধ্বংস ছাড়া আর কিছু করেনি।” ট্রাম্প আরও বলেন, “আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। এমন কিছু আগে কখনো হয়নি। (নোবেল কমিটির) যা করা উচিত এখন তাই করতে হবে। তারা যাই করে ঠিক আছে।...