ইসরাইলি মন্ত্রিসভায় দীর্ঘ প্রতীক্ষিত যুদ্ধবিরতি অনুমোদনের মাত্র কয়েক ঘণ্টা পরই গাজার খান ইউনিসে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। আজ শুক্রবার (১০ অক্টোবর) সকালে সংবাদমাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, খান ইউনিসের কেন্দ্রস্থলে অবস্থিত কাতিবা এলাকায় বারবার কামানের গোলাবর্ষণ করেছে দখলদার বাহিনী। হামলায় ক্ষয়ক্ষতি ও হতাহতের বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর) গভীর রাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের কাঠামো অনুমোদন করে ইসরাইলি সরকার। উভয় পক্ষের মধ্যে হওয়া এই চুক্তি পরবর্তী...