মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবের ভিত্তিতে অবশেষে গাজা উপত্যকায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা গণহত্যা-আগ্রাসনের অবসান ঘটানোর লক্ষ্যে দখলদার ইসরাইলের সঙ্গে পরোক্ষ আলোচনায় হামাস একটি সমঝোতা বা চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দিয়েছে। শুক্রবার ভোররাতে এ ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি বলেছে, এই সমঝোতা বা চুক্তিতে ‘গাজা যুদ্ধের অবসান, সেখান থেকে দখলদারিত্ব (ও দখলদার সেনা) প্রত্যাহার এবং সাহায্য প্রবেশের’ পাশাপাশি গাজায় অবশিষ্ট ইসরাইলি বন্দিদের সঙ্গে ফিলিস্তিনি বন্দিদের বিনিময়ের কথা বলা হয়েছে। হামাস উল্লেখ করেছে, চুক্তি স্বাক্ষরের আগে প্রস্তাবটি সম্পর্কে বিভিন্ন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর সঙ্গে ‘দায়িত্বপূর্ণ এবং গুরুতর’ আলোচনা করেছে। এদিকে আরব ও ইসরাইলি গণমাধ্যম সূত্রে জানা গেছে, বন্দি বিনিময় আলোচনায় ইব্রাহিম হামেদের নাম আবারও উল্লেখ করা হয়েছে। তিনি একজন হামাস কমান্ডার, যাকে ইসরাইলি গোয়েন্দা ও অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা (শাবাক)...