রাজধানীর শাহবাগ থানাধীন পৃথক তিন স্থান থেকে এক নারীসহ তিনজন অজ্ঞাতনামা ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতদের বয়স আনুমানিক ৪০ থেকে ৫৫ বছরের মধ্যে বলে জানা গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে রাত ১২টার মধ্যে কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় ঈদগাহ ময়দান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশের ফুটপাত থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। পরে সেগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে শাহবাগের তিনটি পৃথক স্থান থেকে তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, রাত সাড়ে ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে ফুটপাতে আনুমানিক ৫৫ বছর বয়সী এক নারীর মরদেহ পাওয়া যায়। একই সময়ে...