যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার মন্ত্রিসভা এখন ইরানের সঙ্গে কাজ করবে।বিবিসি জানায়, মন্ত্রিসভা বৈঠকে ট্রাম্প গাজার ভবিষ্যৎ নিয়েও মন্তব্য করেছেন। শুক্রবার (১০ অক্টোবর) এব প্রতিবেদনে এ খবর দিয়েছেইরানভিত্তিক মেহর নিউজ। তিনি বলেছেন, গাজা ধীরে ধীরে অঞ্চলের ধনী দেশগুলো দ্বারা পুনর্গঠিত হবে। তিনি বলেন, ‘তাদের তৈরি করা গাজার জন্য আশ্চর্যজনক ফল বয়ে আনবে। এ ধরনের উদ্যম আমি আগে দেখিনি।’ ট্রাম্প আরও বলেন, ‘একসময় এই সবকিছু বন্ধ করতে হবে। আমরা তা নিশ্চিত করব।’ তিনি বন্দিদের অবশিষ্ট অংশ ‘সোমবার বা মঙ্গলবার’ ছাড়া হবে বলেও জানান। ট্রাম্প দাবি করেন, ‘ইরান এখন শান্তিতে কাজ করতে চায়। তারা আমাদের জানিয়েছে এবং সম্পূর্ণরূপে এই শান্তিচুক্তির পক্ষে আছে। তারা মনে করছে, এটি একটি চমৎকার উদ্যোগ।’ আরও পড়ুনআরও পড়ুনযুক্তরাষ্ট্রের সঙ্গে পরোক্ষ আলোচনার জন্য প্রস্তুত ইরান তিনি বলেন, যুক্তরাষ্ট্র...