বাংলাদেশ এই ম্যাচে শুরুতে হামজা চৌধুরীর গোলে এগিয়ে গিয়েও পরে ৩-১ গোলে পিছিয়ে যায় আবার। যোগ করা সময়ে শমিত সোমের গোলে সমতায় ফিরে ১ পয়েন্ট নিয়ে ফেরার আশা করছিল বাংলাদেশ। সে আশাও শেষ হয়ে যায় ম্যাচের একদম শেষ মুহূর্তে গোল খেয়ে। ম্যাচে বাংলাদেশের ভুলগুলো ছিল চোখে পড়ার মতো। হংকংয়ের গোলগুলো হয়েছে বাংলাদেশের ভুল থেকেই। তবে এ প্রসঙ্গে কাবরেরা বলেন, ‘আমার কাছে এটা শুধুই ডিফেন্ডারদের দোষ নয়। কারণ, গোলের পরিস্থিতিগুলো শুধুই ডিফেন্ডারদের ওপর নির্ভর করছিল না। একদম শেষ মুহূর্তে একটা অপ্রয়োজনীয় ভুল আমাদের বিপদে ফেলে দিয়েছে।’ এই হারে...