নির্বাচন ফেব্রুয়ারিতেই হতে হবে, অন্যথায় নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার ১০ অক্টোবর নব্বইয়ের গণঅভ্যুত্থানে শহীদ নাজির উদ্দিন জেহাদ-এর ৩৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে রাজধানী রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন কমিশন নিরপেক্ষ আচরণ না করলে দেশের জনগণ তা মেনে নিবে না। নিরপেক্ষ আমলাতন্ত্র থাকতে হবে। আর ধানের শীষ জয়ী হলে সব ষড়যন্ত্র শেষ হয়ে যাবে। ফখরুল বলেন, বাংলাদেশের মামুষ গণতন্ত্রকামী মানুষ। বারবার তারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে। দীর্ঘ ১৫ বছর শেখ হাসিনা বিচার ব্যবস্থাসহ সকল কিছু ভেঙে দিয়েছে। তিনি বলেন, ১৬ বছর আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। গণতান্ত্রিক পরিস্থিতিতে ফিরে যাওয়ার একমাত্র পথ সুষ্ঠু নির্বাচন। নির্বাচনের মাধ্যমে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার...