সব ধর্মের অবমাননার জন্য সমান আইন ও শাস্তির বিধান করাসহ চার দফা দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট।শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর সেগুনবাগিচার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের কাছে এই দাবি জানিয়েছে সংগঠনটি।বিদ্যমান সব ধর্মের অবমাননা রোধে সুস্পষ্ট আইন প্রণয়ন ও সকল ধর্মের অবমাননার বিচারের ক্ষেত্রে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করার দাবিতে বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোট এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে চার দফা দাবি তুলে ধরেন জাতীয় হিন্দু যুব মহাজোটের সভাপতি প্রদীপ কান্তি দে।সরকারের কোর্টে গড়াচ্ছে বলচার দফা দাবি হলো :১. সব ধর্মের অবমাননার জন্য সমান আইন ও শাস্তির বিধান করতে হবে।২. ধর্ম অবমাননার অজুহাতে কোনো গোষ্ঠী সাম্প্রদায়িক হামলা চালালে তাদের জন্য শাস্তির বিধান করতে হবে।৩. বিগত সময়ে ধর্ম অবমাননার...