সাহিত্যে নোবেলজয়ী লেখক লাসলো ক্রাসনাহোরকাই হাঙ্গেরির দক্ষিণ-পূর্বাঞ্চলের রোমানিয়া সীমান্তবর্তী ছোটো শহর গিউলায় ১৯৫৪ সালের ৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি পাঁচটি উপন্যাস এবং বেশকিছু ছোটোগল্প ও প্রবন্ধ লিখেছেন। উল্লেখযোগ্য পুরস্কারের মধ্যে রয়েছে: ২০১৫ সালে ম্যান বুকার, ২০১৩ সালে সেরা অনূদিত বই এবং ১৯৯৩ সালে জার্মান বেস্টেনলিস্ট পুরস্কার। তার প্রথম উপন্যাস ‘সাটানটাঙ্গো’(১৯৮৫)-তে কমিউনিস্ট ব্যবস্থার পতনের ঠিক আগে হাঙ্গেরির গ্রামাঞ্চলে একটি পরিত্যক্ত সমবায় খামারের দুর্দশাগ্রস্ত বাসিন্দাদের একটি গোষ্ঠীকে শক্তিশালী ব্যঞ্জনার মাধ্যমে চিত্রিত করা হয়েছে। চলচ্চিত্র পরিচালক বেলা টারের সহযোগিতায় ১৯৯৪ সালে উপন্যাসটি নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হয়। ইউরোপিয় বুদ্ধিবৃত্তিক ঐতিহ্য আর বুদ্ধের দর্শনের মিশ্রণে সৃষ্ট তার লেখাপত্র তাকে এনে দিয়েছে ‘হাঙ্গেরির সন্ত’পরিচয়। পাতার পর পাতা অসমাপ্ত বাক্য দিয়ে গল্প টেনে নিয়ে যাওয়া তার সিগনেচার স্টাইল। দা প্যারিস রিভিউ, দা ইয়েল রিভিউ, লিটারেচার...