ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে পটুয়াখালীর দুমকিতে চলছে অবাধে মা-ইলিশ শিকার। পায়রা, লোহালিয়া ও পান্ডব নদীতে শত শত নৌকা-ট্রলারে দিনরাত চলছে ইলিশ আহরণ। মৎস্য বিভাগের অভিযান সত্ত্বেও জেলেদের বেপরোয়া তৎপরতা থামছে না। অভিযান দল নদীতে নামলেই শুরু হয় চোর-পুলিশের খেলা। আজ শুক্রবার সকালে আঙ্গারিয়া ইউনিয়নের বাহেরচর এলাকার পায়রা–পাতাবুনিয়া মোহনায় দেখা যায়, অভিযান টিমের সামনে-পেছনে জাল ফেলে ইলিশ শিকার করছে জেলেরা। ধাওয়া দিলে দ্রুতগতির ইঞ্জিনচালিত পাতলা নৌকায় তীরে উঠে সাধারণ মানুষের ভিড়ে মিশে যায় তারা। অভিযান শেষ হতেই ফের বিকল্প নৌকা-জাল নিয়ে নদীতে নামে। স্থানীয় সূত্র জানায়, পাঙ্গাশিয়া, রাজগঞ্জ, হাজিরহাট, পশ্চিম লেবুখালী, আঙ্গারিয়া, বাহেরচর, জলিশা, চরগরবদি ও কলাগাছিয়া স্পটে প্রতিদিন শত শত ট্রলারে মা–ইলিশ নিধন চলছে। মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত ৮টি নৌকা ও ১লাখ ১৩...