এখনকার সময়ে বিয়েতে স্বর্ণের ব্যবহার কমে আসছে, আর তার জায়গা নিচ্ছে নানান বিকল্প গহনার ট্রেন্ড। বাংলাদেশ, ভারত ও দক্ষিণ এশিয়ার বাজারে এগুলো স্পষ্টভাবে চোখে পড়ছে। কেন এই ট্রেন্ড বাড়ছে? স্বর্ণের দাম এখন আকাশ ছোঁয়া। দুই লাখ ৯ হাজার টাকা ভরি যদি হয় দাম, সে দিয়ে মন মতো গহনা বানাবেন কী করে? কারণ এই দাম সাধারণ পরিবারের নাগালে নেই। ফলে বিয়েতে খরচ কমানো জরুরি। স্বর্ণ এখন কেবল নিরাপত্তা হিসেবে বিয়েতে দেওয়া হয় না। কিন্তু নতুন ট্রেন্ডে কনে যেভাবে সাজেন সেখানে স্বর্ণের গহনার চেয়ে অন্য গহনা বেশি মানানসই। সবদিক বিবেচনায় হালকা, স্টাইলিশ, পুনঃব্যবহারযোগ্য গহনা এখন অনেকের পছন্দের। সোনালি জরির কাজ করা ট্র্যাডিশনাল শাড়ি পরলে সোনালি কুন্দন সেট বা পোলকি জুয়েলারি পরতে পারেন অনায়াসে। সাথে ম্যাথাপাটি, টিকলি, নথ, নাকফুল, চূড়া পরে হাঁসুলি বা...