বিষয়টি নিশ্চিত করেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গত ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা পুলিশ তিশা আক্তার ও ঈশা আক্তারকে গ্রেপ্তার করে। পরে ৭ অক্টোবর ধানমন্ডি থানা পুলিশ জেসমিনকে গ্রেপ্তার করে। ধানমন্ডি থানার বরাত দিয়ে ডিসি তালেব জানান, গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ঢোকেন তিশা ও ঈশা। পরে কৌশলে বাসা থেকে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যান। এ ঘটনায় ধানমন্ডি মডেল থানায় একটি মামলা দায়ের হয়। তিনি আরও জানান, গ্রেপ্তাররা ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের আরেকটি ফ্ল্যাটে একইভাবে আরও একটি মোবাইল ফোন চুরি করেন। এ ঘটনায়ও থানায় পৃথক মামলা করা হয়। তিশা ও ঈশা ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা এলাকায় একই...