২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ব্রাজিল দলের প্রস্তুতির শেষ পর্যায়ে আছেন কার্লো আনচেলত্তি। কিন্তু ইতালীয় এই কোচ জানেন, সময় সীমিত—তাই এখন কৌশল নয়, খেলোয়াড়দের মনোভাব ও মাঠের পারফরম্যান্সই সবচেয়ে গুরুত্বপূর্ণ। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে শুক্রবারের প্রীতি ম্যাচের আগে সিউলে সংবাদ সম্মেলনে আনচেলত্তি স্পষ্ট জানিয়ে দিলেন, জাতীয় দলে জায়গা পেতে হলে মাঠে কাজ দেখাতে হবে।‘কৌশলগত কাজ সবসময়ই জরুরি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খেলোয়াড়দের মাঠের মনোভাব। এটা গড়ে তুলতে বেশি সময় লাগে না,’— বলেন আনচেলত্তি।কোরিয়ার বিপক্ষে ম্যাচের আগে পুরো স্কোয়াডের সঙ্গে মাত্র একদিনের অনুশীলনের সুযোগ পাচ্ছেন ব্রাজিল কোচ। তবু আত্মবিশ্বাস হারাননি তিনি। আনচেলত্তির মতে, খেলোয়াড়দের দায়িত্ববোধ ও নিবেদনই দলের সাফল্যের চাবিকাঠি।তিনি বলেন, ‘গেমপ্ল্যান ও স্ট্র্যাটেজি উন্নত করা জরুরি; কিন্তু সেটাই আসল বিষয় নয়। মনোভাবটাই আসল। সেটি থাকলে বাকি সব কিছুই কাজ করবে।’‘ব্রাজিলের বিশ্বকাপ দলে...