সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, সেফ এক্সিট অতীতেও ছিল। এটা নতুন কিছু নয়। আমাদের দেশে যতবারই হঠাৎ করে কেউ রাষ্ট্রক্ষমতায় আসে, ততবারই শেষ মুহূর্তে যখন অপ্রত্যাশিত কিছু ঘটে; সেটা ওয়ান ইলেভেনের সময় বা অন্য সময় তারা খুব অল্প সময় মধ্যে টাকা রোজগার করে, বিদেশে টাকা পাচার করে সময় মতো বিদেশে পালিয়ে যায়। লন্ডন, আমেরিকা, দুবাইতে বেগমপাড়া এরকম অহরহ ঘটনা ঘটেছে। তো এই সরকার যখন ক্ষমতায় এলো, এই নাহিদ, সারজিস, হাসনাত উনাদের একটা বিরাট অবদান আছে এবং আলটিমেটলি অনেকে পালাতে চাইলেও তারা পালাতে পারবেন না।’এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ‘পালানোর মতো যে বয়স দরকার, যে কৌশল দরকার ওটা এখনো রপ্ত করতে তাদের আরো ১০-১৫ বছর লাগবে। ফলে ক্ষমতায় যারা আছে তাদের একটা বিরাট অংশ অভিজ্ঞ,...