জাকার্তায় অনুষ্ঠিতব্য বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া সরকার। গতকাল দেশটির আইনমন্ত্রী ইউস্রিল ইহজা মাহেন্দ্র এক ভিডিও বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন।ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ খবর প্রকাশ করেছে। আগামী ১৯ অক্টোবর থেকে জাকার্তায় শুরু হতে যাচ্ছে বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপ, যেখানে ৮৬টি দেশ অংশ নিচ্ছে। প্রতিযোগিতায় অংশ নেওয়ার কথা ছিল ইসরায়েল দলেরও। যে দলে রয়েছেন টোকিও অলিম্পিকের স্বর্ণজয়ী এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আরতেম দোলগোপিয়াত। কিন্তু ইন্দোনেশিয়ার সিদ্ধান্তে এখন অনিশ্চিত হয়ে পড়েছে এই বিশ্বসেরা অ্যাথলেটের অংশগ্রহণ। আইনমন্ত্রী মাহেন্দ্র বলেছেন, ‘সরকার জাকার্তায় অনুষ্ঠিত বিশ্ব জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে ইসরায়েলি খেলোয়াড়দের ভিসা দেবে না। প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ’ তবে এই সিদ্ধান্তের পেছনে এক ধরনের রাজনৈতিক ও সামাজিক চাপও কাজ করেছে...