চট্টগ্রাম:এক বছর ধরে বন্ধ রাউজান বিসিক শিল্পনগরের উন্নয়ন কাজ। হযরত গফুর আলী বোস্তামী এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান শিল্পনগর ভরাট, সীমানা প্রাচীর নির্মাণ, তোরণ নির্মাণ ও তিনতলা বিশিষ্ট অফিস ভবন নির্মাণকাজ করছিল।আওয়ামী লীগ সরকারের পতনের পর ঠিকাদার আছেন আত্মগোপনে। ২০২১ সালে একনেক সভায় অনুমোদিত এই শিল্পনগরের জন্য বরাদ্দ করা হয় প্রায় ৮০ কোটি টাকা।২০২২ সালে ৩৫ একর জমিতে রাউজান বিসিক শিল্পনগর নির্মাণকাজ শুরু হয়। সেখানে ১৮৪টি শিল্প প্লট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে ৭০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরির সুযোগ সৃষ্টি হয়। শিল্পনগরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে সাবস্টেশন নির্মাণ ও ৬ হাজার ৪৫০ মিটার গ্যাস সরবরাহের পাইপলাইন স্থাপন করা হয়েছে, উঠেছে তিনতলা ভবন। বর্তমানে কাজ বন্ধ থাকায় চট্টগ্রাম–রাঙামাটি সড়কের পাশে ফাঁকা প্লটগুলো ঢাকা পড়েছে ঝোপঝাড়ে। একপাশের সীমানা প্রাচীর ধ্বসে গেছে। ভরাট করা...