স্বীকৃতি না থাকায় অভাব-অনটনে দিন কাটতে থাকে তার। নেহাতই পেটের দায়ে চলচ্চিত্রে নেমে শুরু থেকেই খুব বাজে অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় রেখাকে। নানা প্রতিকূল পরিবেশের মধ্যেই রেখা হাল ধরেন সংসারের। মাত্র ১৪ বছর বয়সে স্কুল ত্যাগ করতে হয় রেখাকে। এক সাক্ষাৎকারে জীবন্ত এই কিংবদন্তি বলেছিলেন, ‘বেশিরভাগ সময় আমি ছিলাম আমার ভাই-বোনদের মা, এমনকি আমার মায়েরও মা। কিশোরী বয়সেই সিদ্ধান্ত নিই অভিনয়ের মাধ্যমেই পরিবারের অভাব দূর করব। তারপর অডিশন দিলাম। কিন্তু গায়ের রঙ কালো হওয়ার কারণে বলিউডে নায়িকা হতে সমস্যায় পড়তে হয়। আবার হিন্দিও জানতাম না একেবারেই। তাই প্রযোজক-পরিচালকরা ফিরিয়ে দিতে থাকেন আমাকে।’ তবে পরিচালক শ্যাম বেনেগাল রেখাকে দেখে, তার অভিনয়শৈলী দেখে বুঝতে পারলেন এই মেয়ের দ্বারা হবে। তখন বয়স মাত্র ১৩-১৪ রেখার, কিন্তু অভিনয় মুগ্ধ করল শ্যাম বেনেগালকে। ১৯৬৯ সালে...