আট দলের বিশ্বকাপে বাংলাদেশ দুটি ম্যাচ খেলে ফেলেছে। প্রথমটিতে পাকিস্তানকে ৭ উইকেটে হারানোর পর দ্বিতীয়টিতে ইংল্যান্ডের বিপক্ষে ভালো খেলেও দুর্বল আম্পায়ারিংয়ের শিকার হয়ে ৪ উইকেটে হেরছে। ইংল্যান্ডের বিপক্ষে সোবহানা মোস্তারির ৬০ রান ও রাবেয়া খানের ২৭ বলে অপরাজিত ৪৩ রানে স্কোর বোর্ডে ১৭৮ রান তোলে টাইগ্রেসরা। এরপর মারুফা আকতার, ফাহিমা খাতুনের বোলিং নৈপূণ্যে ইংল্যান্ডের ৭৮ রানে পঞ্চম এবং ১০৩ রানে ষষ্ঠ উইকেটের পতন ঘটিয়ে জয়ের সম্ভবনাও জাগায় বাংলাদেশ। কিন্তু ভারতীয় থার্ড আম্পায়ারের বাজে সিদ্ধান্তে ইংল্যান্ডের হিথার নাইট নতুন জীবন পেয়ে অপরাজিত ৭৯ রান করে জয় ছিনিয়ে নেন। সেমিফাইনালের...