
কক্সবাজারের উখিয়া এবং বান্দরবানের ঘুমধুম সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে আবারও তীব্র গোলাগুলির শব্দ শোনা গেছে। বৃহস্পতিবার রাত ১১টার পর থেকে সীমান্তবর্তী অন্তত সাতটি গ্রামে এই গোলাগুলির শব্দ পাওয়া যায়। এতে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে রাত জেগে কাটিয়েছেন। স্থানীয়দের ভাষ্যমতে, বৃহস্পতিবার রাত ১১টা থেকে ১টার মধ্যে গোলাগুলির শব্দের তীব্রতা ছিল সবচেয়ে বেশি। শুক্রবার ভোররাত আড়াইটার দিকেও থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে। যেসব এলাকার বাসিন্দারা আতঙ্কে রাত কাটিয়েছেন: উখিয়ার পালংখালী ইউনিয়নের রহমতের বিল, ধামনখালী, থাইংখালী, বালুখালী। বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমপাড়া। থাইংখালীর শিক্ষক কমরুদ্দিন মুকুল বলেন, "রাতে প্রচুর গুলির শব্দ শুনেছি। মনে হয়েছে, ওপারে বড় ধরনের সংঘর্ষ চলছে। এ রকম শব্দ আগে কখনও শোনা যায়নি।" স্থানীয় এনজিও কর্মী সিফাত আল নূরও একই কথা জানিয়েছেন, তাঁর মতে, একদম যুদ্ধ চলছে মতো শব্দ...