গাজায় যুদ্ধবিরতির চুক্তির প্রথম ধাপে ইসরায়েল ও হামাসের সম্মতিকে স্বাগত জানিয়েছেন আন্তর্জাতিক মহল ও বিশ্ববাসী। যুদ্ধবিরতির খবর পেয়ে গাজার বিভিন্ন স্থানে উল্লাসে মাতে ফিলিস্তিনিরা। ইসরায়েলেও উল্লাস করছে জিম্মিদের পরিবার। এই পদক্ষেপকে রক্তপাত বন্ধের আদর্শ উপায় বলছে জার্মানি ও রাশিয়া। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের মধ্যস্থতায় গাজায় অবশেষে যুদ্ধবিরতির প্রথম ধাপের চুক্তি হয়েছে। এটিকে বিশ্বের জন্য এক মহান ও আনন্দের দিন হিসেবে উল্লেখ করেছেন ট্রাম্প। এ চুক্তিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। একে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখলদারিত্বের অবসানের অন্যতম সুযোগ হিসেবে দেখছেন তিনি। এছাড়া মধ্যস্থতাকারী দেশগুলোর কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা কোরে, সংশ্লিষ্ট সবাইকে চুক্তির শর্তাবলী সম্পূর্ণরূপে মেনে চলার আহ্বান জানান গুতেরেস। শান্তি চুক্তির প্রথম ধাপকে স্বাগত জানিয়েছে অস্ট্রেলিয়া ও ইরান।...