সম্প্রতি ওরাকজাই জেলায় সামরিক বাহিনীর ওপর প্রাণঘাতী হামলায় জড়িত ৩০ জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। ‘ফিতনা আল-খাওয়ারিজ’ গোষ্ঠীর সঙ্গে যুক্ত এই সন্ত্রাসীরা দেশের বিভিন্ন অঞ্চলে চালানো সর্বশেষ সন্ত্রাসবিরোধী অভিযানে নিহত হয়েছে বলে দেশটির নিরাপত্তা সূত্র নিশ্চিত করেছে। আজ শুক্রবার (১০ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, এই ৩০ জন জঙ্গি খাইবার পাখতুনখোয়ার (কেপি) ওরাকজাইয়ে হওয়া ওই হামলার সঙ্গে জড়িত ছিল। ওই হামলায় দুই কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক ও মেজর তায়্যাব রাহাতসহ মোট ১১ জন সেনা সদস্য নিহত হয়েছিলেন। পাকিস্তান সামরিক বাহিনীর মিডিয়া উইং ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশনস (আইএসপিআর) এর আগে জানিয়েছিল, গত ৭ অক্টোবর দিনগত রাতে ওরাকজাই জেলায় ‘ভারতের মদদপুষ্ট’ ফিতনা আল-খাওয়ারিজের উপস্থিতির তথ্যের ভিত্তিতে একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান (IBO) চালানো হয়, যেখানে ১৯ জন সন্ত্রাসী নিহত...