অল্প বয়সেই তুমুল খ্যাতি পাওয়া লামিনে ইয়ামাল এখন খ্যাতির বিড়ম্বনা ভোগ করছেন। তার পারফর্মেন্স নিয়ে প্রশ্ন না থাকলেও ব্যক্তিজীবন নিয়ে আলোচনা তুঙ্গে। মাঠের খেলায় বার্সা তারকা ইয়ামালের তীব্র প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা কিলিয়ান এমবাপ্পে এবার তার পাশে দাঁড়ালেন। ইয়ামালের বয়স বিবেচনা করে বন্ধ করতে বললেন সমালোচনা। ১৮ বছর বয়সী স্পেনের তরুণ ফরোয়ার্ড ইয়ামাল গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ফ্রান্সকে হারিয়ে আলোচনায় আসেন। ক্লাব পর্যায়েও বার্সেলোনার জার্সিতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে নজর কাড়েন। তবে সম্প্রতি ব্যক্তিগত জীবন নিয়ে, বিশেষ করে লাগামছাড়া নারীঘটিত ইস্যুতে সমালোচনার মুখে পড়েন এই প্রতিভাবান ফুটবলার। বিষয়টি নিয়ে সাম্প্রতিক এক টেলিভিশন সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘ইয়ামাল ফুটবলকে ভালোবাসে — এটা তার সবচেয়ে বড় শক্তি। তার ব্যক্তিগত জীবন নিয়ে যত কথা হচ্ছে, সেটা ঠিক নয়। ওর বয়স মাত্র ১৮ বছর।...