ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় জাপোরিঝঝিয়া অঞ্চলে গতকাল বৃহস্পতিবার রাতে রুশ বাহিনীর হামলায় সাত বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার ওই অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান এ তথ্য জানিয়েছেন। বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে এক বার্তায় জাপোরিঝঝিয়া সামরিক প্রশাসনের প্রধান ইভান ফেদোরভ বলেন, ‘দুঃখজনক খবর, রাতে রুশ হামলায় আহত সাত বছর বয়সী এক ছেলেশিশু হাসপাতালে মারা গেছে।’ তিনি জানান, জাপোরিঝিয়ার দক্ষিণ-পূর্ব অঞ্চলে অন্তত সাতটি ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। এদিকে রুশ বিমান হামলায় আজ শুক্রবার ভোরে অন্ধকারে নিমজ্জিত হয় ইউক্রেনের রাজধানী কিয়েভ। পুরো শহরের বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির বিমানবাহিনী এটিকে ‘বড়সড় হামলা’ বলে আখ্যা দিয়েছে। ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, শত্রুপক্ষ রাজধানীতে ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। তারা কিয়েভবাসীকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছে। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, রুশ বাহিনী...