বাংলাদেশে গুম, গোপন আটক এবং নির্যাতনের অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের ঘটনাকে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে স্বাগত জানিয়েছে নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং কিছু উচ্চপদস্থ সাবেক ও বর্তমান সামরিক কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। এর পরপরই বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে এইচআরডব্লিউ বলেছে, দীর্ঘ প্রতীক্ষার পরে ন্যায়বিচারের পথে এটি এক নতুন অধ্যায়ের সূচনা। সংস্থাটি এই আশঙ্কাও প্রকাশ করেছে যে, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এখনো উদ্বেগজনক। বিশেষ করে বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা ও মৃত্যুদণ্ড সংক্রান্ত নীতিগত প্রশ্নগুলো এখনো সমাধান হয়নি। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির একটি বিশ্লেষণাত্মক নিবন্ধে ঘটনাপ্রবাহকে মূল্যায়ন করা হয়েছে—যার শিরোনাম, ‘ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ’। তিনি তাঁর লেখায় ২০১৭ সালের একটি পূর্ববর্তী...