চার শতাধিক তরুণ-যুবকের অংশগ্রহণে ফ্রি প্যালেস্টাইন পদযাত্রা NewsG24 এর নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি। কিশোরগঞ্জ:কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জনপ্রিয় অনলাইন ফেসবুক গ্রুপ ‘ভয়েস অব পাকুন্দিয়ার উদ্যোগে চার শতাধিক তরুণ-যুবকের অংশগ্রহণে ‘ফ্রি প্যালেস্টাইন’ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় উপজেলা মডেল মসজিদের সামনে থেকে পদযাত্রা শুরু হয়ে কিশোরগঞ্জ–ঢাকা মহাসড়কের তিন কিলোমিটার প্রদক্ষিণ করে কোদালিয়া চৌরাস্তা বাজারে গিয়ে শেষ হয়।পদযাত্রায় পাকুন্দিয়ার ক্রিয়েটর ও অ্যাডমিন এস এম রায়হানের নেতৃত্বে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এস এম রায়হানের বলেন, “ফিলিস্তিন শুধু কোনো দেশের নাম নয়, এটি ন্যায়ের লড়াইয়ের প্রতীক। নিরস্ত্র মানুষদের ওপর আগ্রাসন চালিয়ে কেউ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আমরা পাকুন্দিয়ার তরুণরা এই পদযাত্রার মাধ্যমে জানাতে চাই—মানবতার পক্ষে আমরা এক, নিপীড়নের বিপক্ষে আমরা এক। আমাদের কণ্ঠ হয়তো ছোট, কিন্তু...