আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে প্রবাস থেকে সেনাবাহিনীর বিরুদ্ধে গুজব ও উস্কানিমূলক প্রচারণা চালাচ্ছেন বিতর্কিত ব্লগার পিনাকী ভট্টাচার্য। তার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সম্প্রতি প্রকাশিত এক পোস্টে তিনি সেনাবাহিনীর সদস্যদের উদ্দেশে সরাসরি আহ্বান জানিয়ে বলেছেন, “সেনাবাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকেরা, আপনার ঈমান ও দেশের নিশান সমুন্নত রাখতে ভারত সমর্থিত দুর্বৃত্ত জেনারেলদের বিপজ্জনক আচরণ রুখে দিন। দেশবাসী আপনাদের সঙ্গে আছে। ইনকিলাব জিন্দাবাদ।” সংশ্লিষ্ট সূত্রের মতে, পিনাকীর এই মন্তব্য উদ্দেশ্যপ্রণোদিত এবং তা সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টির পাশাপাশি নির্বাচন বানচালের অংশ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে জামায়াতে ইসলামী-এর এক কর্মী ফেসবুকে লেখেন, 'প্রিয় দেশবাসী, হাসিনার জামাই ওয়াকারকে প্রতিরোধ করা লাগতে পারে, সজাগ থাকুন।' অন্যদিকে, বৃহস্পতিবার রাতে সামাজিক মাধ্যমে ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা ঘিরে গুজব ছড়িয়ে পড়ে। আওয়ামী লীগের একাধিক নেতাকর্মীদের ফেসবুক পোস্টে দাবি করা...