শেষ মুহূর্তের গোল হজমে হার—এমন ফল বাংলাদেশের ফুটবল সমর্থকদের হৃদয়ে দাগ কেটে দিয়েছে। জয়ের স্বপ্ন দেখেও পয়েন্ট ভাগাভাগির আশা পূরণ হলো না লাল-সবুজের ছেলেদের। রুদ্ধশ্বাস সেই ম্যাচে শেষ হাসি হাসল হংকং, চায়না। জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়া কাপ বাছাইয়ের ম্যাচে হাভিয়ার কাবরেরার শিষ্যরা হেরেছে ৪–৩ গোলে। ম্যাচের শুরুতে এগিয়ে যাওয়ার পর পিছিয়ে পড়ে, আবারও দারুণ প্রত্যাবর্তনে সমতা ফেরায় জামাল ভূঁইয়া ও হামজা চৌধুরিরা। কিন্তু নির্ধারিত সময়ের একদম শেষ সেকেন্ডে হংকংয়ের গোলেই স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। শেষ বাঁশি বাজার পর মাঠে বাংলাদেশের ফুটবলারদের মুখে ছিল কেবলই অবিশ্বাস ও হতাশা। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরি সংবাদমাধ্যমকে বলেন,“এটা এমন এক ম্যাচ, যেখানে এখনো বুঝতে পারছি না কীভাবে অন্তত এক পয়েন্টও পেলাম না। আমাদের এক পয়েন্ট পাওয়ার যোগ্যতা ছিল।” তবে হার সত্ত্বেও দলের অগ্রগতিতে আশাবাদী...