জুলাই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে দেশের সব বিভাগীয় শহরে আজ শুক্রবার (১০ অক্টোবর) গণমিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিষয়টি নিশ্চিত করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্র ঘোষিত আগামী ফেব্রুয়ারিতে জুলাই জাতীয় সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা গণদাবি আদায়ের লক্ষ্যে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আজ বেলা ১টা ৪৫ মিনিটে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে অনুষ্ঠিতব্য গণমিছিলে কেন্দ্রীয়...