ফিলিস্তিন প্রতিরক্ষা আন্দোলন হামাসের মুখপাত্র হাজেম কাসিম বলেছেন, ইসরাইলের প্রশাসন শান্তিচুক্তির কিছু ধারাকে নিয়ে প্রতারণা এবং কৌশল প্রয়োগের চেষ্টা করছে। শান্তিচুক্তির ঘোষণা হওয়ার পর কাসিম আজ শুক্রবার জানান, ইসরাইল বন্দি তালিকা এবং গাজা থেকে প্রত্যাহার সম্পর্কিত ধারাগুলো কাজে লাগাতে চাচ্ছে, কিন্তু এ বিষয়ে আলোচনা এড়িয়ে চলছে। তিনি উল্লেখ করেছেন, মূল বিষয় হলো বন্দিদের বিনিময়ের জন্য মাঠে উপযুক্ত পরিস্থিতি তৈরি করা। কাসিম বলেন, ‘শান্তিচুক্তি মানে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিষ্ঠুর যুদ্ধে অবসান।’ আরও পড়ুনআরও পড়ুনযুদ্ধবিরতি চুক্তির মধ্যেই গাজায় বিমান হামলা ইসরাইলের এদিকে, হামাস সকালে এক সরকারি বিবৃতিতে জানিয়েছে, মিশরীয় শহর শার্ম এল-শেখে আলোচনার মাধ্যমে শান্তিচুক্তিতে পৌঁছানো হয়েছে। হামাস এবং ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনার সূত্রপাত হয় সোমবার, মিশর, কাতার ও তুরস্কের মধ্যস্থতায়। আলোচনার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ ধারার শান্তিচুক্তি প্রস্তাব...