মানব জাতির হেদায়েতের জন্য মহান আল্লাহতায়ালা পবিত্র কুরআন নাজিল করেছেন। তাতে রয়েছে মানব জীবনের সব সমস্যার সমাধান। কুরআন হলো পূর্ণাঙ্গ একটি জীবনব্যবস্থা। যা আলোর পথ দেখায়। ভালোর পথ দেখায়। একজন মুমিনের জন্য এ কুরআনের প্রতিটি বিধান যেমন মানা জরুরি, তেমনিভাবে তার প্রতি সম্মান জানানোও জরুরি। কারণ তা মহান আল্লাহতায়ালার বাণী। এই কুরআনের অবমাননা বা অসম্মান করার সাধ্য কারও নেই। কুরআন অবমাননাকারীদের জন্য দুনিয়া ও আখিরাতে চরম দুর্ভোগ ও ভয়াবহ শাস্তির ঘোষণা দিয়েছেন আল্লাহতায়ালা। এরশাদ হয়েছে, ‘দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী মহাপাপীর, যে আল্লাহর আয়াতের আবৃত্তি শোনে অথচ ঔদ্ধত্যের সঙ্গে (নিজ মতবাদের ওপর) অটল থাকে। যেন সে তা শোনেইনি। সুতরাং ওকে মর্মন্তুদ শাস্তির সুসংবাদ দাও।’ (সূরা জাসিয়া, আয়াত : ৭-৮।) কেউ কুরআনের প্রতি প্রচণ্ড বিদ্বেষ নিয়ে বা অন্য যে কোনোভাবে কুরআন অবমাননা...