চলতি বছরের শান্তিতে নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে আজ শুক্রবার (১০ অক্টোবর)। কে পাবেন এই পুরষ্কার, তা নির্ধারণ করবে নরওয়ের পাঁচ সদস্যের নোবেল কমিটি। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নোবেল শান্তি পুরস্কার তার প্রাপ্য। নোবেল কমিটির সদস্যরা নরওয়ের সংসদ দ্বারা নির্বাচিত হন এবং ছয় বছরের জন্য দায়িত্ব পালন করেন। এবার কমিটিতে রয়েছেন — ১. ইয়রগেন ওয়াতনে ফ্রিডনেস:ফ্রিডনেস কমিটির চেয়ারম্যান। তিনি মানবাধিকারকর্মী ও পেন নরওয়ের সাবেক মহাসচিব। উটোয়া হামলার পর দ্বীপটি পুনর্গঠনে ভূমিকা রাখেন। ২. আসলে তোয়ে :কমিটির সহসভাপতি। রক্ষণশীল মনোভাবাপন্ন ও নরওয়ের কনজারভেটিভ গবেষক। ট্রাম্প সম্পর্কে তুলনামূলক সহনশীল অবস্থানে আছেন। ৩. অ্যান এঙ্গার :৭৫ বছর বয়সি সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নরওয়ের সেন্টার পার্টির নেতা। একসময় ইউরোপীয় ইউনিয়নে যোগদানের বিরোধিতা করেছিলেন। আরও পড়ুনআরও পড়ুনট্রাম্পের শান্তি পুরস্কার পাওয়ার বিষয়ে যা বলল...