ইসরায়েলি সেনাবাহিনীর সামরিক অভিযানের মধ্যে অবিচল সাহস নিয়ে সেবার জন্য লড়াই চালিয়ে যাওয়া ফিলিস্তিনি শিশু বিশেষজ্ঞ ডা. হুসাম আবু সাফিয়াকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়ার প্রস্তাব করেছে ডাচ চিকিৎসকদের একটি সংগঠন। এবারের নোবেল শান্তি পুরস্কার ঘোষণার আগে আগে ডা. সাফিয়াকে মনোনয়ন দেওয়ার খবরটি সামনে এনেছে কয়েকটি সংবাদমাধ্যম। ভারতীয় দৈনিক সিয়াসাত লিখেছে, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক সাফিয়া ও তার সহকর্মীদের ২০২৪ সালের ২৭ ডিসেম্বর গ্রেপ্তার করে ইসরায়েলি সেনাবাহিনী। সাফিয়ার স্বাস্থ্যকেন্দ্রই ছিল উত্তর গাজার সবশেষ চালু থাকা হাসপাতাল। আইনজীবীর ভাষ্য অনুযায়ী, ডা. সাফিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে, ইতোমধ্যে ওজন কমেছে ৩০ কেজি। এসডে তেইমান কারাগারে জিজ্ঞাসাবাদের নামে নিপীড়নের পর ওফার কারাগারের বাজে পরিবেশে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে যায়। সেখানে তিনি স্ক্যাবিসে আক্রান্ত হন। বারবার নির্যাতনের শিকার ডা. সাফিয়াকে রাখা...