গরমে ভ্যাপসা আবহাওয়া, অফিসে দীর্ঘ সময় কম্পিউটারের সামনে বসে থাকা, তার সঙ্গে আশপাশের কানে-পাকা আওয়াজ—সব মিলিয়ে হালকা মাথাব্যথা যেন এখন নিত্যসঙ্গী। অনেকেই এমন পরিস্থিতিতে মাথাব্যথাকে ‘মাইগ্রেন’ ভেবে অবহেলা করেন। আবার কেউ কেউ ব্যথা কমানোর ট্যাবলেট খেয়ে সাময়িক স্বস্তি পান; কিন্তু সমস্যার মূল কারণ খুঁজে দেখেন না। চিকিৎসকদের মতে, এ ধরনের নিয়মিত ও তীব্র মাথাব্যথা কখনো কখনো মস্তিষ্কে টিউমারের প্রাথমিক ইঙ্গিতও হতে পারে।সম্প্রতি ভারতের দিল্লি এইমসের স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডা. রাহুল চাওলা এই বিষয়ে সতর্ক করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জানান, মাথাব্যথার নেপথ্যে অনেক কারণ থাকতে পারে—তার মধ্যে ব্রেন টিউমরও একটি গুরুত্বপূর্ণ কারণ। সব ধরনের মাথাব্যথা যে মাইগ্রেন নয়, সেটা বোঝা জরুরি। কিছু ক্ষেত্রে এটি ‘সেকেন্ডারি হেডেক’ নামে পরিচিত, যা আসলে কোনো অন্তর্নিহিত রোগের ফল।একটি বাস্তব উদাহরণডা. রাহুল জানান, সম্প্রতি...