১০ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম | আপডেট: ১০ অক্টোবর ২০২৫, ১২:৩৯ পিএম ব্রাহ্মণবাড়িয়ায় ইউটিউব দেখে পতিত জায়গায় বস্তায় আদা চাষ করে সাফল্য অর্জন করেছেন এক যুবক। সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামের আবু সায়েদের ছেলে আশরাফুল ইসলাম বস্তা পদ্ধতিতে আদা চাষে স্থানীয় কৃষকদের মধ্যে আগ্রহ সৃষ্টি করছেন। আশরাফুল ইসলাম জানান, মোবাইলে ইউটিউবে বস্তায় আদা চাষের ভিডিও দেখার পর তিনি নিজেও চেষ্টা করতে আগ্রহী হন। পরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা অয়ন দাসের পরামর্শ ও ইউটিউব ভিডিও দেখে ৩০টি বস্তায় আদা চাষ শুরু করেন। কিছু দিনের মধ্যেই প্রথম ফলন তোলা হবে। তিনি জানান, ভবিষ্যতে আরও বেশি সংখ্যক বস্তায় আদা চাষ করার পরিকল্পনা করছেন। সদর উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা অয়ন দাস জানান, আশরাফুল ইসলাম ইউটিউব দেখে উৎসাহিত হয়ে কৃষি অফিসের সাথে যোগাযোগ করেছেন। প্রাথমিকভাবে...