শেষ মুহূর্তের গোল হজমে হংকংয়ের বিপক্ষে ৪-৩ গোলে হারের পর বাংলাদেশ দল যেন নির্বাক। ম্যাচের এমন পরিণতি ফুটবলারদের হৃদয়েও গভীর দাগ ফেলেছে। জয় নয়, অন্তত ড্র নিয়েও মাঠ ছাড়ার আশা ছিল লাল-সবুজ শিবিরে, কিন্তু নির্ধারিত সময়ের একেবারে শেষ সেকেন্ডে গোল খেয়ে সব ভেসে যায় হতাশার স্রোতে।জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এএফসি এশিয়া কাপ বাছাইয়ের রোমাঞ্চকর এই ম্যাচে বাংলাদেশ প্রথমে এগিয়ে যায় হামজা চৌধুরীর নিখুঁত ফ্রি-কিকে। কিন্তু পরের তিন গোল হজম করে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। এরপর শেখ মোরছালিন ও সামিত সোমের গোলে ৩-৩ সমতায় ফেরে বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে হংকংয়ের গোলেই জয় অধরাই থেকে যায় কাবরেরার দলের জন্য।ম্যাচ শেষে হতাশায় ডুবেছিলেন খেলোয়াড়রা। চোখেমুখে অবিশ্বাসের ছাপ—যেন বিশ্বাসই করতে পারছিলেন না ফলটা। লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী ম্যাচ শেষে বলেন, ‘এটা এমন একটা ম্যাচ ছিল,...