বিদেশে পড়াশোনার স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়, জটিল প্রক্রিয়া ও ভাষাগত বাধার কারণে অনেক শিক্ষার্থীই সেই স্বপ্ন পূরণে পিছিয়ে যান। তবে এবার ইউরোপের দেশ লিথুয়ানিয়া সেই চিত্র বদলে দিচ্ছে। বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য দেশটি খুলে দিয়েছে উচ্চশিক্ষার নতুন দুয়ার। কম খরচে বিশ্বমানের শিক্ষাইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ লিথুয়ানিয়ায় তুলনামূলকভাবে কম খরচে পড়াশোনার সুযোগ রয়েছে। দেশটির বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা, আধুনিক অবকাঠামো এবং নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা দেয়। সবচেয়ে বড় সুবিধা হলো— লিথুয়ানিয়ার ভাষা জানা বাধ্যতামূলক নয়, কারণ সব কোর্সই ইংরেজি মাধ্যমে পড়ানো হয়। ফলে ভাষার বাধা ছাড়াই ইউরোপীয় শিক্ষায় অংশ নেওয়া সম্ভব হচ্ছে। শেনজেন ভিসার বাড়তি সুবিধালিথুয়ানিয়ায় পড়তে গেলে শিক্ষার্থীরা পান শেনজেন ভিসা, যার মাধ্যমে ইউরোপের ২৬টি দেশে অবাধ ভ্রমণের সুযোগ মেলে। অর্থাৎ, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা ইউরোপের অন্যান্য দেশ ঘুরে দেখতে পারবেন, যা...