মধ্য এশিয়ার পাঁচ দেশের নেতাকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য বৃদ্ধির আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি এমন সময় এই কথা বলেন, যখন চীনও এই অঞ্চলকে আকৃষ্ট করতে আগ্রহী। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে বৃহস্পতিবার (১০ অক্টোবর) অনুষ্ঠিত এক শীর্ষ সম্মেলনে পুতিন বলেন, গত বছর কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তুর্কমেনিস্তান এবং তাজিকিস্তানের সঙ্গে রাশিয়ার মোট বাণিজ্য প্রায় ৪৫ বিলিয়ন ডলার ছিল। তিনি এটিকে ‘ভালো ফলাফল’ বললেও উল্লেখ করেন, এটি বেলারুশের সঙ্গে রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের তুলনায় অনেক কম, যদিও বেলারুশের জনসংখ্যা মধ্য এশিয়ার এই পাঁচ দেশের মোট জনসংখ্যার একটি ক্ষুদ্র অংশ মাত্র। পুতিন বলেন, বাণিজ্য বৃদ্ধির এখনও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ১৯৯১ সাল পর্যন্ত সোভিয়েত ইউনিয়নের অংশ হিসেবে এই পাঁচ দেশ মস্কোর অধীনে শাসিত ছিল, এবং রাশিয়া এখনও অঞ্চলটিকে তার...