
চূড়া এখন একদম নাগালেই। আর কয়েক কদম পেরোলেই সেখানে পৌঁছে যাবেন কিলিয়ান এমবাপে। সেই রোমাঞ্চ তাকে স্পর্শ করছে বটে। তবে ব্যক্তিগত প্রাপ্তির হাতছানিতে তিনি বুঁদ নন। ফ্রান্সের তারকা ফরোয়ার্ডের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দলকে আবার বিশ্বমঞ্চে পৌঁছে দেওয়া। সেই পথচলায় আপাতত ফ্রান্সের বাধা আজারবাইজান। ইউরোপিয়ান অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে ‘ডি’ গ্রুপের ম্যাচটি শুক্রবার প্যারিসে মুখোমুখি হবে দুই দল। বাছাইয়ে আগের দুটি ম্যাচেই জয় পাওয়া ফ্রান্স যেমন এই ম্যাচ জিতে বিশ্বকাপের দিকে এগিয়ে যেতে পারে আরেক ধাপ, তেমনি এমবাপে আরেকটু এগোতে পারেন রেকর্ডের দিকে। ফ্রান্সের সর্বকালের সফলতম গোলস্কোরারের তালিকায় গত মাসেই থিয়েরি অঁরিকে পেরিয়ে দুইয়ে উঠে এসেছেন তিনি। ৫২ গোল করা তারকার সামনে কেবলই অলিভিয়ে জিরু। তাকে ছুঁতে এমবাপের প্রয়োজন আর পাঁচ গোল। সেই রেকর্ডে চোখ রাখছেন এমবাপে। তবে আজারবাইজানের বিপক্ষে ম্যাচের আগে...