২০২৬ সালের বিশ্বকাপ সামনে রেখে ব্রাজিল জাতীয় দল এখন শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আসন্ন প্রীতি ম্যাচগুলোই নির্ধারণ করবে, কারা থাকবেন তার ২৬ সদস্যের চূড়ান্ত দলে। ইতিহাস বলছে ব্রাজিলের ফুটবল ইতিহাস বলছে, প্রীতি ম্যাচ থেকে উঠে আসা “অপ্রত্যাশিত” নামগুলোই অনেক সময় বিশ্বকাপে বড় ভূমিকা রেখেছে। আজ শুক্রবার দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এরপর মঙ্গলবার তারা আরেকটি ম্যাচ খেলবে জাপানের বিপক্ষে। গত আগস্টে শেষ দুটি বাছাইপর্বের ম্যাচের দল ঘোষণা করার সময় আনচেলত্তি বলেন, ‘আমার মনে একটা মূল দল তৈরি আছে—১৪ থেকে ১৫ জন নিশ্চিত। বাকিদের আমি প্রীতি ম্যাচে পর্যবেক্ষণ করব, তারপরই চূড়ান্ত তালিকা ঠিক করব।’ ব্রাজিলের ফুটবল ইতিহাস ঘাটলে দেখা যায়, ২০০২ বিশ্বকাপে লুইস ফিলিপ স্কলারির দলে চমক হয়ে ছিলেন ক্লেবারসন। প্রথমে রিজার্ভে থাকলেও পরবর্তীতে মূল...